Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০২৩

পটভূমি ও ক্রমবিবর্তন

বৃটিশ ভারতের এ অঞ্চল, যা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত; প্রথম বেতার সম্প্রচার শুরু হয় ১৯৩৯ সালে ১৬ই ডিসেম্বর। ঢাকার নাজিমুদ্দিন রোডে একটি ভাড়া করা বাড়িতে (বর্তমানে এটি বোরহান উদ্দিন কলেজ) দুটি স্টুডিও নিয়ে এর যাত্রা শুরু হয়। প্রথম নামকরণ করা হয় “ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র”। ঢাকা বেতারের সম্প্রচার যন্ত্র অর্থাৎ ট্রান্সমিটারটি বসানো হয়েছিল বর্তমান কল্যাণপুর। কালের পরিক্রমায় বেতার ভবন স্থানান্তরিত হয় শাহবাগে ১৯৬০ সালের ৮ই ফেব্রুয়ারি।
১৯৮৩ সালের ৩০ জুলাই ঢাকাস্থ শের-ই-বাংলা নগরে বর্তমান অত্যাধুনিক পূর্ণাঙ্গ জাতীয় বেতার ভবনে ঢাকা প্রচার কেন্দ্র স্থানান্তরিত হলে শাহবাগের সাবেক প্রচার ভবনটি বাংলাদেশ বেতারের সদর দপ্তরে রূপান্তরিত হয়। প্রতিষ্ঠার শুরুতে বেতার ঢাকার আশেপাশের শতকরা ৮ভাগ এলাকায় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিত।কালের পরিক্রমায় বর্তমানে বেতার ভৌগলিক হিসেবে শতকরা শতভাগ এলাকায় মানুষের সেবা দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ বেতারের ১৪টি আঞ্চলিক কেন্দ্র ও ৬টি ইউনিট হতে ১৬টি মধ্যম তরঙ্গ ট্রান্সমিটার, ২টি ক্ষুদ্র তরঙ্গ ট্রান্সমিটার ও ৩৪টি এফএম ট্রান্সমিটারের মাধ্যমে দৈনিক ৪৯৭ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ও বাংলাদেশ বেতার অ্যাপস্ এর মাধ্যমে ১৪টি কেন্দ্রের ৩০টি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
জাতীয় সংসদের কার্যক্রম, খেলাধুলার সরাসরি সম্প্রচার ইত্যাদি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ঢাকা-ক তে সম্প্রচারের কারণে ঢাকা-গ এর প্রচার সময় প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি করে অনুষ্ঠান প্রচার করা হয়। বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানের মধ্যে রয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান (মহানগর, দর্পণ ও উত্তরণ), সরকারি বিভিন্ন দফতরের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড ও সংস্কার কর্মসূচি নিয়ে ফোন-ইন ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে সিরিজ-প্রচারণা (বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কর্মসূচি, তথ্য অধিকার আইন, ইউনিয়ন তথ্য সেবা, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের করণীয়, ডাক বিভাগের ডিজিটাল সেবা, মেশিন রিডেবল পাসপোর্ট, অনলাইন জিডি, মোবাইল ফোনে রেলওয়ের টিকেটিং, বিনামূল্যে বই বিতরণ ব্যবস্থাপনা, শ্রমিক হিসেবে বিদেশ গমনে করণীয়, জেলা তথ্য বাস্তবায়ন, জেলা ই-সেবা কার্যক্রম, সার সরবরাহ ব্যবস্থাপনা, জাটকা নিধন, খাদ্যে ভেজাল প্রতিরোধ ও জনস্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়, বে-আইনি দখল উচ্ছেদ, সু-শাসনের জন্য দুর্নীতি দমন, বে-আইনি মজুদদারি প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্প, অনলাইনে আয়কর সেবা, কমিউনিটি রেডিও, হলিডে মার্কেট, ইভ-টিজিং ইত্যাদি), বহিঃপ্রচারমূলক অনুষ্ঠান (মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দের অংশগ্রহণকৃত নানাবিধ জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠানাদি), পাঁচ সহস্রাধিক শিল্পীর নিয়মিত রেকর্ডকৃত গান, নাটক, সাক্ষাৎকার, কথিকা, আলোচনা, টক-শো, ফিচার, জিঙ্গেল, স্পট-রিপোর্টিং, আলেখ্যানুষ্ঠান, সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান, চিঠিপত্রের উত্তর, সৈনিকদের জন্য বিশেষ অনুষ্ঠান-দুর্বার, কৃষি ও জনসংখ্যা বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠানসমূহ (দেশ আমার মাটি আমার, সোনালী ফসল, কৃষি সমাচার, সবুজ প্রান্তর, পারুলের সংসার, ডাকবাক্স, জনজীবন ইত্যাদি), নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান (নবজাতকের যত্ন, গর্ভবতী মায়ের পরিচর্যা ইত্যাদি এবং ফোন-ইন অনুষ্ঠান), মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান, আইন বিষয়ক ফোন-ইন-অনুষ্ঠান, মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য সিলেবাস ভিত্তিক অনুষ্ঠান ও গণশিক্ষা বিষয়ক অনুষ্ঠান, শিক্ষার্থীদের আসর ও পড়াশুনা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কর্মসূচি, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য অনুষ্ঠান-ক্যাম্পাস, ইংরেজি ও আরবি শিক্ষার অনুষ্ঠান, সাহিত্য বিষয়ক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠান-কলকাকলী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও নিয়মিত অনুষ্ঠান-যুবতরঙ্গ, বেকারদের জন্য কর্মসংস্থানমূলক অনুষ্ঠান, প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান-আমরাও পারি, মানসিক সমস্যা বিষয়ক অনুষ্ঠান-মনোজিজ্ঞাসা, স্বনামধন্য ডাক্তারদের উপস্থিতিতে সমসাময়িক স্বাস্থ্য সমস্যাসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রচারিত শ্রোতাদের প্রশ্নের সরাসরি উত্তর প্রদানমূলক বিভিন্ন ফোন-ইন-অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, মাহে রমযানের অনুষ্ঠান, খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান-ক্রিয়াঙ্গন, ওয়ার্ল্ড মিউজিক, দুর্যোগকালীন নানাবিধ সতর্ক বার্তা ও করণীয় এবং দুর্যোগ পরবর্তী সময়ের জন্য প্রযোজ্য অনুষ্ঠানাদিসহ শিক্ষা, বিনোদন, তথ্য ও উদ্বুদ্ধকরণমূলক বিভিন্ন অনুষ্ঠান। জাতীয় সংসদের অধিবেশনের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক খেলাধুলা ঢাকা-ক ও এফএম তরঙ্গ থেকে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। এর পাশাপাশি প্রতি ঘন্টার সংবাদ, সংবাদ পর্যালোচনা, খেলাধুলার সংবাদ, বাণিজ্যিক সংবাদ, সার্ক সংবাদ, আবহাওয়া বার্তা এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়মিত প্রচারিত হচ্ছে।