Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st ডিসেম্বর ২০২৪

বিস্তারিত

এ এস এম জাহীদ

মহাপরিচালক

বাংলাদেশ বেতার

 

জনাব এ এস এম জাহীদ গত ২ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিঁনি বিসিএস (তথ্য) ক্যাডারের ১৩ তম ব্যাচের একজন চৌকষ ও মেধাবী কর্মকর্তা।

 

জনাব এ এস এম জাহীদ ২৫ শে এপ্রিল ১৯৯৪ সালে সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ বেতারে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিঁনি বাংলাদেশ বেতারের উপবার্তা নিয়ন্ত্রক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রকসহ মনিটরিং পরিদপ্তরের পরিচালক এবং কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিঁনি উপমহাপরিচালক (বার্তা) এবং বার্তা শাখার সর্বোচ্চ পদ অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) পদে সফলতার স্বাক্ষর রাখেন।

 

জনাব এ এস এম জাহীদ কর্মজীবনে বাংলাদেশ বেতারসহ বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ বেতারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি তিঁনি জাপানের টোকিওতে রেডিও জাপান (এনএইচকে)-এর বাংলা ভাষা বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিঁনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং-এ বাংলাদেশ বেতারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

জনাব এ এস এম জাহীদ দেশে-বিদেশে সম্প্রচার বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। দাপ্তরিক দায়িত্ব পালনের অংশ হিসেবে তিঁনি ডেনমার্ক, রাশিয়া, সেনেগাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ভারত, তুরস্ক, মিশর, বেলজিয়াম, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ সেমিনার এবং সম্মেলনে দেশকে প্রতিনিধিত্ব করেছেন।

 

জনাব এ এস এম জাহীদ ১৯৬৮ সালে ফরিদপুর জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব মো. মতীউর রহমান এবং মাতা লুৎফুন্নেসা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক (সম্মান) ও স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিঁনি দুই পুত্র সন্তানের জনক এবং তাঁর স্ত্রী একজন গৃহিনী।