মোঃ ছালাহ্ উদ্দিন
মহাপরিচালক
বি.সি.এস (তথ্য-সাধারণ) ক্যাডারের নবম ব্যাচের চৌকস কর্মকর্তা জনাব মোঃ ছালাহ্ উদ্দিন ২৭ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জনাব মোঃ ছালাহ্ উদ্দিন ২৬ জানুয়ারি ১৯৯১ সালে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অনুষ্ঠান সংগঠক পদে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে বাংলাদেশ বেতারের ঠাকুরগাঁও, রাজশাহী, রাঙামাটি আঞ্চলিক কেন্দ্রসমূহের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেতার প্রকাশনা দপ্তরের সম্পাদক এবং বাংলাদেশ বেতার সদর দপ্তরের পরিচালক (অনুষ্ঠান) ও পরিচালক (শিক্ষা) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। এছাড়াও, উপমহাপরিচালক (অনুষ্ঠান) এবং অনুষ্ঠান শাখার সর্বোচ্চ পদ অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) পদে সফলতার স্বাক্ষর রাখেন জনাব মোঃ ছালাহ্ উদ্দিন।
জনাব মোঃ ছালাহ্ উদ্দিন দেশে-বিদেশে সম্প্রচার বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। উল্লেখ্য যে, তিনি বাংলাদেশ বেতারের পক্ষে ২০১৭ সালে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (ABU) ৫৪তম বার্ষিক সম্মেলন এবং ২০১৫ সালে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (ABU) Copyright committee Meeting & Forum-এ অংশগ্রহণ করেন।
জনাব মোঃ ছালাহ্ উদ্দিন ৩০ নভেম্বর ১৯৬৫ সালে ভোলা জেলায় চরছিপলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে জনাব মোঃ ছালাহ্ উদ্দিন তিন পুত্র এবং দুই কন্যা সন্তানের জনক।