Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০১৬

পরিবেশ সুরক্ষা

  • জলবায়ু বদলে গিয়েছে বিশ্বে ও বাংলাদেশে। বদলে গিয়েছে মানুষসহ সব জীবের বাঁচার পরিবেশ। কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিগত দিনে ও বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলো ছিল খুবই কার্যকর। জলবায়ু পরিবর্তনের অভিঘাত কাটিয়ে উঠে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এতে দূর হয়েছে দেশটির দারিদ্র, সামাজিক অস্থিরতা। জলবায়ু উদ্বাস্তু সংখ্যা কমিয়ে আনা হয়েছে শূন্যের কোঠায়। বেড়েছে দেশটির মোট দেশজ উৎপাদন ও প্রবৃদ্ধির হার। সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সফল হওয়ায় দেশটিতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। একা সরকারের পক্ষে বিরাট এ কাজ করা সম্ভব নয়।পরিবেশ দূষণ রোধ করার জন্য বাংলাদেশ সচেতন হয়ে উঠেছে। আমাদের দেশে এ ব্যাপারে সচেতনতার সৃষ্টি হচ্ছে।সরকার এ ব্যাপারে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন।
  • পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণ ঘোষণা ও আইন করা হয়েছে।
  • মেয়াদ উত্তীর্ণ যানবাহন নিষিদ্ধকরণ করা হয়েছে।
  • বনায়ন কর্মসূচির ব্যাপক সম্প্রসারণ করা হয়েছে।
  • পরিবেশ আদালত গঠন করা হয়েছে।
  • জলবায়ুর পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছেন।
  • জনসংখ্যা বৃদ্ধি রোধ করার উদ্যোগ নেয়া হয়েছে।
  • পরিবেশ সচেতন করতে শিক্ষার হার বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
  • পাটের ব্যাগ ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

বেতারের অনুষ্ঠানমালা