Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ সেপ্টেম্বর ২০১৫

ক্ষুদ্র তরঙ্গ প্রেরণ কেন্দ্র, কবিরপুর, ঢাকা

২X২৫০কিঃওঃ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বাংলাদেশ বেতার, কবিরপুর, ঢাকার শর্টওয়েভ ট্রান্সমিটারটির মাধ্যমে ১৯৮৫ সালের ১লা সেপ্টেম্বর থেকে সম্প্রচার কার্যক্রম শুরু হয়। বর্তমানে থমসন ব্রডকাস্টের ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক প্রেরক যন্ত্র স্থাপন করা হয়েছে। এই স্টেশনে কার্টেন ভাইপোল এন্টেনার পাশাপাশি লগ পিরিয়ডিক এন্টেনা রয়েছে। এছাড়া বর্তমানে একটি নতুন রোটেটেবল ২/২ কার্টেন ভাইপোল এন্টেনা স্হাপন করা হয়েছে যা যেকোনো দিকে অনুষ্ঠান প্রচার করতে সক্ষম। দৃষ্টিনন্দন এ এন্টেনাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সর্বপ্রথম এদেশে স্থাপন করা হয়। কেন্দ্রটি থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, মধ্যপ্রাচ্য, ইউরোপ অঞ্চলের জন্য বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, নেপালি মোট ৬টি ভাষায় অনুষ্ঠান প্রচার করা হয়।