Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৫

বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও

বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রটির যাত্রা শুরু প্রেরণ কেন্দ্র হিসেবে ১১ নভেম্বর ১৯৮৮ সালে। ১ মার্চ ১৯৯৭ থেকে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও  নিজস্ব অনুষ্ঠান প্রচার শুরু কর । ৯৯৯ কিলোহার্জে ৩০০.৩০ মধ্যম তরঙ্গে প্রচারিত ঐ অনুষ্ঠান শুনে এলাকাবাসীর মধ্যে আনন্দের ঢল বয়ে গেল। শুরুতে এ বেতার কেন্দ্রে দুই ঘন্টার অনুষ্ঠান চলতে থাকে। ১৯৯৮ সাল থেকে কেন্দ্রটি নিজস্ব অনুষ্ঠান রেকর্ডিং শুরু করলো। এর পাশাপাশি নাটক প্রচারও শুরু হল। ঠাকুরগাঁও কেন্দ্রের প্রথম বাণীবদ্ধ নাটক ‘রত্ন’ এ কেন্দ্র থেকে কোন স্থানীয় সংবাদ প্রচার শুরু হয় ৩১ আগস্ট ২০০৭ থেকে। মিডিয়ামওয়েভ সম্পচারের পাশাপাশি পরীক্ষামূলকভাবে এফ এম ৯২ সম্পচার চালু হয় ২০১০ সালের ০১ জানুয়ারি থেকে। এফ এম সম্পচারের মাধ্যমে শ্রোতারা এখন মোবাইল ফোনেও কিষাণ মাটি দেশ, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইদানিং’ সহ নানা উন্নয়ন বার্তা শুনতে পারছে। বেতার সম্প্রচারে প্রযুক্তির ব্যবহারের স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৪ সালে ডিজিটাল মেলায় ঠাকুরগাঁও জেলায় প্রথম হয় বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও। বেতারকে এলাকার ঘরে ঘরে পৌঁছে দিতে কেন্দ্রের সবার প্রচেষ্টা আজও অব্যাহত রয়েছে।