১৯৯৯ সালের ১২ই জুন (২৯শে জৈষ্ঠ্য, ১৪০৬ বাংলা) তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতার, বরিশাল কেন্দ্র উদ্বোধন করেন। বাংলাদেশ বেতার, বরিশাল কেন্দ্র এএম-২৩৩.১০ মিটার, ১২৮৭ কিলোহার্টজে এবং এফএম-১০৫.২ মেগা হার্টজে অনুষ্ঠান প্রচার করে। শিক্ষা, স্বাস্থ্য, গণশিক্ষা, শিশু ও নারী, ক্রীড়া, গান, নাটকসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি প্রতি ঘণ্টার জাতীয় সংবাদ ও নিজস্ব ৫ মিনিটের একটি আঞ্চলিক বাংলা সংবাদ প্রচারিত হয় এ কেন্দ্র থেকে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড, দিনবদলের সনদ, ভিশন- ২০২১, ডিজিটাল বাংলাদেশ, আইটি বিশ্ব, মুক্তিযুদ্ধ আমার অহংকার, উন্নয়নে বাংলাদেশ, আবহাওয়া বার্তা, নিরাপদ সড়ক ব্যবস্থা, নারী ও শিশু পাচার রোধ, জঙ্গীবাদ দমন, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধীদের বিচার, দারিদ্র বিমোচন, মানব সম্পদ উন্নয়ন, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ উৎপাদন, প্রতিবন্ধীদের উন্নয়ন, পরিবেশ বিষয়ক অনুষ্ঠান ছাড়া সাহিত্য-সংস্কৃতি, কৃষি, পুষ্টি জনসংখ্যা ও পরিবার পরিকল্পণা, বরিশালের ইতিহাস ঐতিহ্য, সঙ্গীত, শিশু-কিশোর, তরুণ সমাজ, মহিলাদের অনুষ্ঠান, নাটক, বাণিজ্যিক কার্যক্রমসহ প্রায় ৬০ ধরণের অনুষ্ঠান নিয়মিতভাবে এফ এম ও এ এম-এ প্রচারিত হয়।