লিয়াজোঁ কার্যক্রমের মাধ্যমে বেতারের সাথে বহির্বিশ্বের সম্প্রচার প্রতিষ্ঠানসহ নানাবিধ সংস্থার সাথে সেতুবন্ধন রচনা করে। Asia-Pacific Broadcasting Union (ABU), European Broadcasting Union (EBU), Asia-Pacific Institute for Broadcasting Development (AIBD), Commonwealth Broadcasting Association (CBA), British Broadcasting Corporation (BBC), Duetche Welle (Radio Germany), Radio United Nations-সহ বিভিন্ন প্রচার প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ, তথ্য ও কর্মকর্তা বিনিময়সহ প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ বেতার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিমালা যাচাই, বাছাই, গঠনমূলক পর্যালোচনা, মতামত ও সুপারিশ প্রদান এ অনুবিভাগের কাজ। প্রয়োজনবোধে সম্প্রচার বিষয়ে দেশীয় সংস্থাসমূহের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে থাকে এ অনুবিভাগ। বাংলাদেশ বেতারের সাথে সার্ক বিষয়ক সকল যোগাযোগও এ অনুবিভাগের মাধ্যমে সম্পাদিত হয়।