১৯৭৮ সালের ২৭ নভেম্বর বনরূপার একটি সরকারী বাড়িতে চট্টগ্রাম কেন্দ্র থেকে আনা ১ কিলোওয়াট ক্ষমতার মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ বেতার, রাঙ্গামাটি কেন্দ্রের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে “তিনটি নিম্নশক্তি প্রেরণ কেন্দ্র স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ২৬ ফেব্রুয়ারি, ১৯৮০ রাঙ্গামাটিতে একটি ১০ (দশ) কিলোওয়াট মধ্যম তরঙ্গ প্রেরণ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু হয় এবং ৩১ মে, ১৯৮৯ তারিখে এই প্রকল্পের কাজ শেষ হয় । ১৬ আগস্ট, ১৯৯২ এই প্রেরণ কেন্দ্র থেকে রিলে সম্প্রচার শুরু হয়। ১৯৯৮ সালের ১৬ মে সর্বপ্রথম এ কেন্দ্র থেকে নিজস্ব অনুষ্ঠান প্রচার শুরুর মাধ্যমে অনুষ্ঠান শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৭ সালের ১৬ জুলাই বেলা ১-৩০ মিনিটে এ কেন্দ্র থেকে প্রথম স্থানীয় সংবাদ প্রচারের মাধ্যমে বার্তা শাখার কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই কেন্দ্র হতে প্রতিদিন মোট পাঁচ ঘন্টা অনুষ্ঠান মধ্যম তরঙ্গ ১১৬১ কিলোহার্জে এবং এফ এম ১০৩.২ মেগাহার্জে প্রচারিত হয়। অনুষ্ঠান প্রচার সময় সকাল ১১-৩০মিঃ থেকে বিকাল ৪-৩০মিঃ পর্যন্ত। স্থানীয় অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুষ্ঠান ছাড়াও শিক্ষা, তথ্য, স্বাস্থ্য, কৃষি, জনসংখ্যা নিয়ন্ত্রন, শিশু ও নারী উন্নয়ন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, মুক্তিযুদ্ধ, খেলাধুলা ও পরিবেশ বিষয়ে এবং আইটি ও ডিজিটাল বাংলাদেশসহ বর্তমান সরকারের দিন বদলের সনদের আলোকে ভিশন-২০২১ বাস্তবায়নে বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান প্রচার করা হয় । এ ছাড়া, প্রতিদিন বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচারের পাশাপাশি প্রতিদিন কেন্দ্রীয় বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার, ঢাকা হতে প্রচারিত পাঁচটি (২৫ মিঃ) এবং চট্টগ্রাম কেন্দ্র হতে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার সংবাদ বুলেটিন(১৫ মিঃ) প্রতিদিন রিলে করে প্রচার করা হয়। এ ছাড়া এ কেন্দ্র থেকে প্রতিদিন স্থানীয় সংবাদ বুলেটিন বাংলায় (৫ মিনিট) এবং চাকমা ভাষায়(৫ মিনিট) প্রচার করা হয়।