Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৫

বাণিজ্যিক কার্যক্রম

১৯৬৭ সালের ২৫ শে মে দুই ঘন্টা অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রচার যাত্রা শুরু করে। বিশেষতঃ সংগীত ও বিনোদনমূলক অনুষ্ঠান এবং স্পন্সরকৃত অনুষ্ঠান প্রচার করে এ বিভাগের মাধ্যমেই বাংলাদেশ বেতার বেশীর ভাগ রাজস্ব আয় করে থাকে । ঢাকা ’খ’ নামে পরিচিত ১০০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ, ৬৩০ কিলোহার্জ এবং এফএম ১০৪ মেগাহার্জে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হয় । বাণিজ্যিক কার্যক্রমের উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলো হল রকমারী গান, গীতালী, গানের ডালি, ঝংকার, ছায়াছন্দ, লাল সবুজের গান, রুপালী জগৎ, বিনিময়, গানের বাড়ি, মনে পড়ে যায়, সেতুবন্ধন, গীতিমালা, সুরমালা, একান্ত ভুবন, সুরপল্লবী, সিনে সুরে কিছু কথা, ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ আনন্দ ইত্যাদি। ঢাকাসহ মিডিয়াম ওয়েভে বেতারের বিভিন্ন কেন্দ্র থেকে প্রতিদিন মোট প্রচার সময় ১৬ ঘন্টা ৫৫ মিনিট বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হয় । সম্প্রতি এফএম ট্রান্সমিটারগুলি থেকে অনুষ্ঠান প্রচার শুরু হওয়ায় এ সকল অনুষ্ঠানে বিজ্ঞাপন প্রচারের জন্য সরকার একটি পৃথক বিজ্ঞাপন হার অনুমোদন করেছে । এ প্রেক্ষিতে এফএম কেন্দ্রগুলি থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে আগামীতে বেতারের রাজস্ব আয় আরো বৃদ্ধি পাবে।