Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৫

বাংলাদেশ বেতার, বান্দরবান

২০০৬ সালের ১১ অক্টোবর বাংলাদেশ বেতার বান্দরবান - এর শুভ উদ্বোধন করেন। প্রথমে পরীক্ষামূলক ভাবে বেলা ১১টা ৩১মি. থেকে ১টা ৩০মি. পর্যন্ত ২ ঘন্টার জন্য অধিবেশন কার্যক্রম শুরু হয়। কালক্রমে এর কলেবর বৃদ্ধি প্রাপ্ত হয়ে বর্তমানে ১১টা ৩০মি. থেকে ৪টা ৩০মি. পর্যন্ত সর্বমোট ৫ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। যুগের চাহিদা পূরণে বর্তমানে তরঙ্গের পাশাপাশি এফ.এম.এ- অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। বর্তমানে এই কেন্দ্র হতে প্রতিদিন মোট পাঁচ ঘন্টা অনুষ্ঠান মধ্যম তরঙ্গ ১৪৩১ কিলোহার্জে  এবং এফ এম ১০৪ মেগাহার্জে  প্রচারিত হয়। বাংলাদেশ বেতার বান্দরবান থেকে কৃষি,স্বাস্থ্য,শিক্ষা,পর্যটন,পরিবেশ সহ ইত্যাদি যাবতীয় বিষয়ে অনুষ্ঠান প্রচারিত হয়। এছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ দিবস সমূহে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়। প্রতিদিন ১টি স্থানীয় সংবাদ প্রচারিত হচ্ছে। এছাড়াও প্রতিদিন বাংলাদেশ বেতার চট্টগ্রাম থেকে প্রচারিত চাকমা,মারমা ও ত্রিপুরা ভাষায় সংবাদ রীলে করে প্রচার করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্র বিভিন্ন উপজেলায় কিশোর কিশোরী বেতার ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছে। এতে সহায়তার হাত বাড়িয়েছে ইউনিসেফ। ধারাবাহিকভাবে এদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সর্বোপরি, বেতারে অনুষ্ঠানের মানবৃদ্ধি, শ্রোতাবৃদ্ধির নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বান্দরবান বেতার।