নিরাপদ সড়ক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত ২৬ মে ২০০৫ তারিখ থেকে বাংলাদেশ বেতার “ট্রাফিক সম্প্রচার কার্যক্রম” নামে নতুন একটি কার্যক্রমের শুভ সূচনা করে। ৮৮.৮ মেগাহার্জ এফএম তরঙ্গের মাধ্যমে ট্রাফিক সম্প্রচার কার্যক্রম প্রচারিত হয়। এ অধিবেশন কার্যক্রমের মধ্যে প্রতি ঘন্টার ট্রাফিক আপডেট, সংবাদ শিরোনাম, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, আজকের পথঘাট, সংবাদপত্রের পাতা থেকে সড়ক দুর্ঘটনার খবর, যানজট নিরসন কল্পে ট্রাফিক চলাচল নির্বিঘœ ও দুর্ঘটনারোধের জন্য সাধারন জনগন , মোটর চালক, পথচারি, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্যে প্রতিনিয়ত ট্রাফিক আইনকানুন সম্পর্কিত শ্লোগান, জীবন্তিকা, নাটিকা, আলোচনা, সাক্ষাৎকার, উদ্বুদ্ধকরণমুলক সংগীত নিয়মিত প্রচার করা হয় ।এই সম্প্রচার কার্যক্রম প্রতিদিন সকাল ৭:০০ টা থেকে দুপুর ১২:০০ টা এবং বিকাল ৪:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত দুটি অধিবেশনে মোট ১০ (দশ) ঘন্টা অনুষ্ঠান প্রচার করে থাকে। বিনোদনের পাশাপাশি ট্রাফিক সম্পর্কিত বিভিন্ন ধরণের বার্তার মাধ্যমে জনগণকে সচেতন করে থাকে।