Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৫

পরিকল্পনা শাখা

পরিকল্পনা শাখা বাংলাদেশ বেতার সদর দফতরের অধীন একটি অনুবিভাগ। এ শাখার মাধ্যমে বাংলাদেশ বেতারের প্রকল্প প্রণয়ন সংক্রান্ত যাবতীয় কাজ সম্পাদিত হয়। এ শাখার কার্য পরিধি নিম্নে প্রদত্ত হ’ল :

(১) নতুন বেতার কেন্দ্র স্থাপনের জন্য স্থান পরিদর্শনপূর্বক প্রতিবেদন এবং লে-আউট প্ল্যান পস্তুতকরণ।
(২) বাংলাদেশব্যাপী বিদ্যমান বেতার ভবন ও প্রেরণ কেন্দ্রগুলো পরিদর্শনপূর্বক পুরাতন ও অচলপ্রায় ট্রান্সমিটার এবং অন্যান্য  যন্ত্রপাতি পরিবর্তনের জন্য সম্ভাব্য প্রস্তাব পেশকরণ।
(৩) প্রতিটি উন্নয়ন কর্মসূচি/প্রকল্পের খসড়া ও চূড়ান্ত প্রজেক্ট প্রোফাইল, ডিপিপি প্রণয়ন ও উপস্থাপন।
(৪) প্রকল্পে অন্তর্ভুক্ত বৈদেশিক ও স্থানীয় যন্ত্রপাতির মূল্য যাঁচাই-বাছাইকরণ এবং  যথাযথ মূল্য সংগ্রহকরণ।
(৫) কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ত্রি-বার্ষিক আবর্তক কর্মসূচি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তিযোগ্য প্রকল্প  প্রস্তাব প্রণয়ন ও উপস্থাপন।
(৬) কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে প্রাপ্ত পত্রাদির জবাব তৈরীপূর্বক উপস্থাপন।
(৭) কর্তৃপক্ষের নির্দেশক্রমে তথ্য মন্ত্রণালয়, পরিকল্পনাকমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত প্রকল্প সংক্রান্ত  সভায় অংশগ্রহণ।