Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৫

বহির্বিশ্ব কার্যক্রম

‘বহির্বিশ্ব কার্যক্রম’ বাংলাদেশের অডিও দূত হিসেবে কাজ  করে। প্রবাসী ও বিদেশী শ্রোতাদের কাছে দেশের ভাবমূর্তি তুলে ধরে তাদের দৃষ্টি আকর্ষণ, বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  তৈরি, পারস্পারিক শ্রদ্ধা ও শান্তি বজায় রাখতে বাংলাদেশে বৈদেশিক নীতি সমূহের বাস্তবায়নে সহায়তা করার উদ্দ্যেশ্যে এ ইউনিটটি সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দু’ধরনের জনগোষ্ঠীকে টার্গেট করেই এ কার্যক্রম; প্রথমতঃ প্রবাসী বাংলাদেশী যারা মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে বসবাস করেন। এবং বিদেশী শ্রোতা যাদের বাংলাদেশ সম্পর্কে গভীর আগ্রহ রয়েছে।বহির্বিশ্ব কার্যক্রমের যাত্রা শুরু ১৯৭২ সালের ১লা জানুযারি ইংরেজী  ও হিন্দি সার্ভিসের মধ্যে দিয়ে । পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে এ সার্ভিস থেকে বাংলা, পশতু, পাঞ্জাবি এবং নেপালি ভাষায় অনুষ্ঠান প্রচার হতে থাকে। যদিও উর্দু  ও নেপালি ভাষায় স্বাধীনতার আগে থেকেই অনুষ্ঠান প্রচার হতো তবে তা পৃথক কার্যক্রম হিসেবে নয়। উল্লেখিত ৭টি ভাষায় কিছুদিন অনুষ্ঠান প্রচারের পরে এ কার্যক্রমে নতুনভাবে যুক্ত হয় আরবি সার্ভিস। তবে সময়ের প্রয়োজনে এক সময় পাঞ্জাবি ও পশতু সার্ভিস বন্ধ হয়ে ৬টি ভাষায় বহির্বিশ্ব কার্যক্রমে অনুষ্ঠান প্রচার চলতে থাকে, যা বর্তমানেও চালু রয়েছে সন্ধ্যা ৬টা ৩০মিনিট থেকে রাত ২টা পর্যন্ত। শুরু থেকেই শুধু মাত্র শর্টওয়েভে অনুষ্ঠান প্রচার হলেও বর্তমানে ঢাকা ও ঢাকার আশেপাশের শ্রোতাদের সুস্থ বিনোদনের উদ্দেশ্যে ১লা সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ থেকে শর্টওয়েভের পাশাপাশি এফ এম ৯০ মেগাহার্জে এ কার্যক্রম অনুষ্ঠান প্রচার করছে। প্রতিটি সার্ভিস থেকে নিয়মিত প্রচারিত হচ্ছে সংবাদ, সংবাদ পর্যালোচনা, অর্থনৈতিক পর্যালোচনা, কথিকা, ম্যাগাজিন অন্ষ্ঠুান, সাক্ষাৎকার, আলোচনাসহ দেশ বিদেশের নানা জনপ্রিয় গান। বর্তমানে উল্লেখযোগ্য অনুষ্ঠান সমূহের মধ্যে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান প্যানোরমা, ভয়েস অব ইসলাম, ধারাবাহিক নাটক, দিবস ভিত্তিক কথিকা,  মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠানসহ নানা আয়োজন যার মধ্যে  প্রতিফলিত হচ্ছে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, আর্থ সামাজিক উন্নয়নসহ প্রবাসী ও বিদেশীদের ভাবনা নিয়ে নানা আয়োজন। সেই ১৯৭২ সাল থেকে অদ্যাবধি বহির্বিশ্ব কার্যক্রম বস্তুনিষ্ঠ তথ্য প্রদান ও নির্মল বিনোদনের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিতি করতে ও প্রতিবেশী দেশসমুহের সাথে সম্পর্ক তৈরীতে ও রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে।