Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৫

বাংলাদেশ বেতার, কুমিল্লা

১৯৮৭ সালে ৩০ একর জায়গার উপর স্থাপিত এ প্রেরণ কেন্দ্রটির যাত্রা শুরু হয় ১৯৮৮ সালের ১৮ জুন, বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলের মাধ্যমে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র হিসেবে এখান থেকেই ২০০৯ সালের ১৫ মে কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠানের পরীক্ষামুলক সম্প্রচার এবং ১৩ জুন থেকে নিজস্ব অনুষ্ঠানের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। বর্তমানে প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬ টা পর্যন্ত ২ ঘন্টা করে কুমিল্লা কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান এএম ১৪১৩ কিলোহার্জ ২১২.৩১ মিটারে এবং এফএম ১০৩.৬ মেগাহার্জে একযোগে প্রচারিত হচ্ছে। বিকাল ৬টা থেকে রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত ৫ ঘন্টা ১০ মিনিট বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করা হয়। প্রতিদিন সকাল সাড়ে ছ’টা, সকাল সাড়ে সাতটা, সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১০ টায় বিবিসির বাংলা অনুষ্ঠান এফএম ১০৩.৬ মেগাহার্জে রিলে করা হয়। এ কেন্দ্র হতে জাতীয় সংবাদ রীলে করা হয় এবং ৫ মিনিটের একটি নিজস¦ বাংলা সংবাদ বুলেটিন প্রচার করা হয়।এছাড়া প্রতিদিন রাত ৯ টা হতে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এন এইচ কে (জাপান) এর অনুষ্ঠান ১০১.২ মেগাহার্জে প্রচারিত হচ্ছে।